বিতর্ক ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় বিজয়

6 days ago 6

বিতর্ক ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গৌরবময় বিজয় অর্জন করেছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এ বিজয় অর্জন করে বিশ্ববিদ্যালয়। 

শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এটিএন বাংলার আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব। এতে বিরোধী দল ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এতে গৌরবের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উক্ত প্রতিযোগিতায় বিজয় অর্জন করে।

জানা গেছে, বিতর্কের বিষয় ছিল— জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি আইন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহসভাপতি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম এবং শিক্ষার্থী বিষয়ক ও প্রশাসনিক পরিচালক আফরোজা হেলেন।

Read Entire Article