২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশগামী কর্মীদের জন্য সুসংবাদ রয়েছে। সোমবার (২ জুন) বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে সব জেলা পর্যায়েই এই সুবিধা বিস্তৃত করা হবে।
তিনি আরও বলেন, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় ডিসেম্বর ২০২৪ থেকে বাৎসরিক মজুরি বাড়ানোর হার শতকরা ৫ ভাগ থেকে বাড়িয়ে শতকরা ৯ ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিকস, কোল্ড স্টোরেজ ও দর্জি কারখানার নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। আগামী তিন অর্থবছরে আরও ১৫টি শিল্প খাতের নিম্নতম মজুরি নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হবে।
বাজেট ঘোষণায় বলা হয়, দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা/প্রশিক্ষণ প্রদান করে চাকরির স্থান নির্ধারণ নিশ্চিত করার লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়া-এর মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান আছে।
এদিন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আরএএস/এমকেআর