বিদেশে কোর্স ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

3 months ago 11

বিদেশে পেশাগত সার্টিফিকেট কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য কোর্স ফি পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের কোর্সের ফি পাঠাতে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২০ মে) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ফি পাঠানোর জন্য অনুমোদিত ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। তবে রেমিট্যান্স পাঠানোর আগে ব্যাংকগুলোকে শিক্ষার্থীর ঘোষণাপত্র, পরীক্ষার ফি-সংক্রান্ত চালান বা নোটিশ যাচাই করতে হবে।

আরও পড়ুন

এর আগে বাংলাদেশ ব্যাংক ও-লেভেল, এ-লেভেল, টোফেল ও এসএটির মতো আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশে অনুমোদিত পরীক্ষা কেন্দ্র থেকে টাকায় সংগ্রহ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ করে দেয়। ওইসব ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন লাগতো না।

এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের জন্য বিদেশে কোর্স ফি পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইএআর/কেএসআর/এমএস

Read Entire Article