বিদেশে মাহিয়া মাহিকে নিয়ে দেশে নতুন সিনেমার ঘোষণা

3 hours ago 4

বছরখানেক আগে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায় মাহিয়া মাহিকে। ‘রাজকুমার’ নামে সে ছবিতে তার চরিত্রটি ছিল অতিথির। অল্প সময়ের সেই উপস্থিতি তাকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই তারকা। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

তবে মাহি ফেসবুকে সরব থাকার কারণে সিনেমায় অভিনয় না করেও ছিলেন আলোচনায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আছেন তিনি। এই মধ্যে আজ ১৫ অক্টোবর জাজ মাল্টিমিডিয়া ‌‘অন্তর্যামী’ নতুন সিনেমার ঘোষণা দিলেন। ছবির পোস্টার প্রকাশ করে এসেছে ঘোষণাটি। সেই পোস্টারে দেখা গেছে মাহিয়া মাহিকে।

ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। তবে বিষয়টি জানতে সৈকত নাসির যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন কোনো কিছু বলতে চাই না। সবকিছু জাজ জানে।’

বিদেশে মাহিয়া মাহিকে নিয়ে দেশে নতুন সিনেমার ঘোষণা

অন্তর্যামী ছবিনর পোস্টার

এদিকে মাহি নিজেও ফেসবুকে পোস্টটি শেয়ার করেছেন। তিনি ছবিটির শুটিং করতে অপেক্ষায় রয়েছেন।

জাজ মাল্টিমিডিয়া ফেসবুক পেজে ‘অন্তর্যামী’ থিমিটিক পোস্টার দিয়ে লিখেছে, ‘অন্তর্যামী’ একটি লেডি একশন সিনেমা। এতে কোন নায়ক নেই। ‘অন্তর্যামী’-কে ‘অগ্নি-২’র পরের গল্প বলতে পারেন। কিন্তু এই সিনেমা অগ্নি না, কারণ অগ্নি হবে প্রতিশোধের গল্প। আর ‘অন্তর্যামী’ হলো সারভাইবাল স্টোরি।

এমআই/এলআইএ/এমএস

Read Entire Article