বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রশিবির নেতার মৃত্যু

1 month ago 20

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব প্রকাশ সজিব (৩০) নামে ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে বাড়ির পাশে বিদ্যুৎসংযোগ দিয়ে সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত সজিব উপজেলার পেরিয়া ইউনিয়নের মুন্সিরকলমিয়া গ্রামের দুবাই প্রবাসী মফিজুর রহমানের ছেলে সজিব। তিনি পেড়িয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বৈদ্যুতিক তার দিয়ে মোটরে সংযোগ দেন সজিব। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে লাকসাসে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/

Read Entire Article