বিনা ঘুসে কুমিল্লায় পুলিশে চাকরি পেলেন ৭৫ জন

3 months ago 97

কোনো প্রকার ঘুস ছাড়াই মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৫ জন। এদের মধ্যে ৭০ জন পুরুষ ও পাঁচজন নারী।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এই ফলাফল ঘোষণা করেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এসময় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের বিভিন্ন পর্যায়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ এপ্রিল এই নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল। পরীক্ষায় মোট এক হাজার ৩৫১ জন আবেদন করেছিলেন। মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯০ জন।

এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩৯ জন। সব ধাপের পরীক্ষা শেষে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় ও ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

Read Entire Article