বিনামূল্যে ৫৯ হাজার রোগীর গ্লুকোজ পরীক্ষা

1 week ago 10

ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সুস্থতায় এর ভূমিকা সম্পর্কে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশের ৫৯ হাজার মানুষের গ্লুকোজ পরীক্ষা করা হয়েছে। ডায়াবেটিস ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ক্যাম্পেইন শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। 

প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকসহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মী সাধারণ মানুষ। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ডায়াবেটিসকে নির্মূল করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে ডায়াবেটিস এখন মহামারি। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। অসংখ্য মানুষের জীবনকে এই রোগ বিপর্যস্ত করে তুলছে। এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পরীক্ষা অত্যন্ত জরুরি। বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ডায়াবেটিস ও  সুস্থতাকে সামনে রেখে রেডিয়েন্ট সুইজারল্যান্ডের রোশ কোম্পানির অত্যাধুনিক মিটার অ্যাকু-চেক ব্যবহার করে প্রায় ৫৯ হাজার রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এর আগে ২০১৪ সালে এনডিটিভি ফরটিজ হেলথ ফোরইউ ভারতের ১০টি শহরে একই ধরণের ক্যাম্পেইন পরিচালনা করে বিশ্ব রেকর্ড করেছিল। গ্লুকোজ পরীক্ষা ক্যাম্পেইনিংয়ে প্রায় পাঁচ হাজারের বেশি চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ স্বাস্থ্যকর্মীরা অংশ নেয়।
 

Read Entire Article