বিপিএল : টাকা পরিশোধ না করা ১৮ দলের নাম প্রকাশ করল বিসিবি
নির্বাচনের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২২ সেপ্টেম্বর)। সভা শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। ক্রিকেট বোর্ড সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন তারা।
আগামী তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)। আর পূর্ণনির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বিপিএল নিয়ে তিনি বলেন, ‘আমরা টার্গেট করছি বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে করার। এ বিষয়ে অনেক কাজ বাকি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড। আপনারা জানেন, এটি ছিল আমাদের শেষ বোর্ড মিটিং। তবে বলা যায়, প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন বাকি সবকিছু নির্ধারণ করবে নতুন বোর্ড।'
বিপিএলের খেলাপকারী দলের বকেয়া অর্থ নিয়ে মিঠু বলেন, 'আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং আছে প্রায় ৪০ কোটি। আপনারা জানেন আমরা একটা বিপিএলের খেলাপকারীর তালিকা দিতে চেয়েছিলাম, যাদের সঙ্গে আমাদের সালিশ শুরু হয়ে গেছে, চলছে।'
যে ফ্র্যাঞ্চাইজিদের কাছে টাকা পাওনা তাদের নাম প্রকাশ করে বিসিবির এই পরিচালক বলেন, 'বরিশাল বার্নার্স, চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী এবং ডেল্টা স্পোর্টস (যা চিটাগাং-এর ছিল)—সব মিলিয়ে আমাদের মোট ১৮টি দল। এ পর্যন্ত বিপিএলে এই ১৮টি দলই ডিফল্টার হয়েছে। এদের বিরুদ্ধে আমাদের আরবিট্রেশন প্রক্রিয়া চলছে।'