বিপিএলে দেখা যেতে পারে ওয়েলালাগে-উসমান খানকে

1 hour ago 3

বিপিএলের আগামী আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচ দল ব্যস্ত সময় পার করছে দল গোছাতে। ইতোমধ্যে অনেক দলই দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দলে ভেড়াতে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবার না হওয়ায় তারকা লঙ্কান ক্রিকেটারদের বিপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 

শ্রীলঙ্কার সীমিত ওভারের দলের নিয়মিত মুখ দুনিথ ওয়েলালাগে। তাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। লঙ্কান এই ক্রিকেটারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে দলটির। শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে বিপিএলে দেখা যেতে পারে ওয়েলালাগেকে।

অন্যদিকে,  বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের হয়ে খেলা উসমান খানকে এবারের আসরে দেখা যেতে পারে নতুন এক দলে। জানা গেছে পাক এই ক্রিকেটারকে দলে ভেড়াতে আগ্রহী ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে বেশ ইতিবাচক সাড়াও মিলেছে। ফলে, ঢাকার জার্সিতে আগামী বিপিএলে উসমানকে দেখা যেতে পারে।

এবারের আসরে থাকছে একটি বড় চমক— ড্রাফট নয়, বহু বছর পর আবার ফিরছে পুরোনো ‘অকশন’ পদ্ধতি। অর্থাৎ, দলগুলো এবার নিজের পছন্দের খেলোয়াড়কে সরাসরি বিড করে দলে ভেড়াতে পারবে। এর ফলে উত্তেজনা যেমন বাড়বে, তেমনি কৌশল ও পরিকল্পনার লড়াইটাও হবে আরও তীব্র।

বিপিএলের গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মান বজায় রাখতে বিদেশ থেকে অভিজ্ঞ অকশন বিশেষজ্ঞদের আনার চেষ্টা করছে বিসিবি। যেহেতু ওইদিন বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ রয়েছে, তাই বিপিএল নিলাম শুরু হবে বিকাল তিনটা থেকে।

Read Entire Article