বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

3 weeks ago 10
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর সামনে, তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখনো গত আসরের ফিক্সিং অভিযোগ। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কিছু ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের নাম। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সাবেক অধিনায়ক তামিম ইকবাল।   মঙ্গলবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নে তামিম বলেন, ‘আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য, সেটা তো আমরা জানি না। যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন দেন এবং সেটা প্রকাশিত হয়, তখন এ বিষয়ে কথা বলা যাবে।’   ক্রিকেট থেকে আন্তর্জাতিক অবসরের পরও তামিম সক্রিয় রয়েছেন নানা উদ্যোগে। সোমবার তিনি গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে, যেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের অনুশীলন সুবিধা পরিদর্শন করেন।   সেখানে তিনি বলেন, 'আমার কাছে মনে হয় যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই সমান ক্রিকেটার। এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আন-চ্যালেঞ্জড বা মহিলা—এসব আলাদা পরিচয়ের দরকার নেই। দেশকে প্রতিনিধিত্ব করাই সবচেয়ে বড় পরিচয়।'   তামিমের মতে, যদি সবাই সমান হয়, তবে আলাদা ট্যাগ দিয়ে পরিচয় দেওয়ারও প্রয়োজন নেই। 'আমরা সবসময় বলি, সবাই সমান। তাহলে এখানে ট্যাগ কেন? তাদের শুধু ক্রিকেটার বললেই যথেষ্ট।'   বিপিএলের ফিক্সিং ইস্যুতে এখনো বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ হয়নি। তামিমও তাই সতর্ক অবস্থান নিয়েছেন। ক্রিকেট মহলে এখন প্রশ্ন একটাই—প্রতিবেদন হাতে আসার পর কী পদক্ষেপ নেবে বোর্ড, আর কীভাবে এই বিতর্ক সামাল দেবে দেশের জনপ্রিয়তম ঘরোয়া টুর্নামেন্ট।
Read Entire Article