ঝামেলাটা হয়েছিল গত ইউরোর বাছাই টুর্নামেন্টে। তখনকার কোচ ডমেনিকো তেদেস্কোর সঙ্গে বিবাদে জড়িয়ে বেলজিয়াম দলের ক্যাম্প ছেড়ে যান থিবো কুর্তোয়া। সেই বিবাদ চূড়ান্ত মাত্রায় গেলে বেলজিয়াম গোলকিপার জানিয়ে দেন, যতদিন তেদেস্কো দায়িত্বে থাকবেন, দলে ফিরবেন না তিনি! সেই তেদেস্কের চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের এই গোলকিপারের ফেরাটা ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত নতুন কোচ রুডি গার্সিয়ার নেশন্স লিগ উপলক্ষে ঘোষিত... বিস্তারিত