বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত, জামায়াতের শোক
দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জনই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এ দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার জনগণের মতো বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আশা করি দক্ষিণ কোরিয়ার সরকার বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করি।
এ বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের পরিবার-পরিজন এবং দক্ষিণ কোরিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।