বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত, জামায়াতের শোক

3 days ago 14
দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।  তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জনই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এ দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার জনগণের মতো বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আশা করি দক্ষিণ কোরিয়ার সরকার বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করি।  এ বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের পরিবার-পরিজন এবং দক্ষিণ কোরিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Read Entire Article