বিলম্ব হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা খুশি : নজরুল ইসলাম

3 months ago 62

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা যদি আগেই ঘোষণা করত, তাহলে তো সমস্যা হতো না। তবে বিলম্ব হলেও তারা (সরকার) এই সিদ্ধান্তটা নিয়েছেন, আমরা খুশি। বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন ফ্যাসিবাদীদের হাত থেকেও মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো।

রোববার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, আমরা গত কয়েক দিনের কিছু ঘটনা দেখলাম। বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিল মাসে লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, ফ্যাসিবাদী সরকারের অপরাধ- গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ- এসবের বিচারের ব্যবস্থা করা হোক। আমরা বলেছি, ক্ষমতাসীন যে দলটি (আওয়ামী লীগ) এবং সেই দলটির সঙ্গে যুক্ত যারাই আছে, সবার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত। যাতে করে এই দেশের রাজনীতির ময়দান জঞ্জালমুক্ত হয়।

সাক্ষাতে আমরা অনুরোধও করেছি। আমরা বলেছি, এটা না করলে নানা সংকটের সৃষ্টি হবে। তারা শুনলেন না। শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল (শনিবার) তাদের সিদ্ধান্ত নিতে হলো- এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? তারা যদি আমাদের অনুরোধ রাখতেন, আমাদের পরামর্শ শুনতেন এবং যে সিদ্ধান্ত শনিবার নিয়েছেন, সেটা যদি আগেই ঘোষণা করতেন, তাহলে তো সমস্যাটাই হতো না।

সংগঠনের সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজার সঞ্চালনায় এতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।

Read Entire Article