সরাইলে তরুণ দের পক্ষ থেকে নতুন বই পেল মেধাবী শিক্ষার্থীরা

3 hours ago 5
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এন তরুণ দে।  সোমবার (২০ অক্টোবর) দুপুরে সরাইল সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক আয়োজনে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন তিনি।  এর আগে অর্থের অভাবে সরাইল-আশুগঞ্জের কোনো মেধাবী শিক্ষার্থী যেন পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যে সাধ্যমতো তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তরুণ দে। এরই ধারাবাহিকতায় আজকের এই বই বিতরণ।  এ সময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। তিনি বলেন, ‘বই মূলত বিদ্যার মুখ্য অস্ত্র। বিএনপির জাতীয় পর্যায়ের নেতা এস এন তরুণ দের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তার ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।’   বই বিতরণ অনুষ্ঠানে তরুণ দে বলেন, ‘আজকের শিক্ষার্থী আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ। এখান থেকেই তৈরি হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। ছাত্রজীবনে আমি নিজে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই আমি সাধ্যমতো শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের চলার পথ সহজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই, শিক্ষার্থীদের সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এবং পরবর্তী প্রজন্মের সুখে-দুঃখে আমাদের মতোই পাশে থাকুক।’
Read Entire Article