বিশেষ বিসিএসে বয়সসীমা ৩৪ করার দাবি

2 months ago 7
আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকদের জন্য আবেদনের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ বছর করাসহ চার দাবি জানিয়েছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’। রোবাবার (১৫ জুন) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবিগুলো তুলে ধরা হয়। দাবিগুলো মধ্যে রয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের আবেদনের সময়সীমা বৃদ্ধি করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে কমপক্ষে তিন মাস সময় দেওয়া, প্রিলিমিনারিতে উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের অস্থায়ী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রেশন কার্ড দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, চূড়ান্তভাবে উত্তীর্ণদের চাকরিতে সুপারিশ করে পিএসসির অফিস আদেশ জারি এবং ইন্টার্নশিপ শেষ হওয়ার পর যোগদানের সুযোগ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রজ্ঞাপন জারি করার দাবি। এছাড়াও সব বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশের ব্যবস্থা করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’-এর মুখ্য সংগঠক মাহফুজুল হক চৌধুরী বলেন, ৪৬তম বিসিএস পর্যন্ত চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বয়স দুই বছর বেশি ছিল। কিন্তু ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ন্যায্য অধিকারটিও বাতিল করা হয়েছে। এটি মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো একটি সমাধান। তিনি বলেন, যে কোনো বিসিএস পরীক্ষার জন্য সাধারণত ন্যূনতম তিন মাস সময় দেওয়া হয়। কিন্তু ৪৮তম বিশেষ বিসিএসের ক্ষেত্রে মাত্র ৪০ দিন সময় দেওয়া হয়েছে, যা একজন পরীক্ষার্থীর প্রস্তুতির জন্য একেবারেই যথেষ্ট নয়। তিনি অবিলম্বে তাদের উত্থাপিত সব দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Read Entire Article