বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

2 hours ago 2

বিশ্ব হাতি দিবস উপলক্ষে বন ভবনে আয়োজিত আলোচনা সভায় হাতি সংরক্ষণে বহুমুখী উদ্যোগের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, হাতির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা, করিডর চিহ্নিত করে মুক্ত রাখা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

উপদেষ্টা জানান, হাতির খাদ্যোপযোগী গাছের বাগান ৩৫০ হেক্টর, বাঁশবাগান ৫০ হেক্টর ইকোলোজিক্যাল বাউন্ডারি বায়োফেন্সিং ১০ কিলোমিটার, ১৬টি ট্রি টাওয়ার নির্মাণ, দুটি হাতি উদ্ধার কেন্দ্র গাজীপুর ও ডুলাহাজারার অস্থায়ী শেড সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি ও শেরপুরে, ১০ একর জমিতে অভয়ারণ্য চট্টগ্রামের চুনতিতে, এছাড়া এলিফ্যান্ট রিজার্ভ সংলগ্ন এলাকায় অ্যান্টি ডেপ্রেডেশন স্কোয়াড (এডিএস), এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এবং এলিফ্যান্ট রেসকিউ টিম গঠন করে কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান, বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, আরণ্যক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবদুল মোতালেব এবং বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী।
 

Read Entire Article