বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন এলোমেলো করে ফেলেছে জার্মানি। বাছাই পর্বে এই প্রথমবার তারা অ্যাওয়ে ম্যাচে হারের রেকর্ড গড়েছে। ‘এ’ গ্রুপে উদ্বোধনী ম্যাচেই তাদের ২-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে স্লোভাকিয়া।
জার্মানির রক্ষণের ভুলের পুরো ফায়দা তুলে নেন ডেভিড হাঙ্কো ও ডেভিড স্ট্রেলেক। তারা দুটি গোল আদায় করেন ৪২ ও ৫৫ মিনিটে। অথচ স্লোভাকিয়া বিশ্বকাপে সর্বশেষ খেলেছে সেই ২০১০ সালে!... বিস্তারিত