‘বিশ্বকাপের চেয়ে কঠিন ইউরো’, এমবাপেকে খোঁচা আর্জেন্টাইন তারকার

3 months ago 54

প্রতিবারই ইউরোর আগে ফুটবলের প্রতিযোগীতা নিয়ে মহাদেশীয় দক্ষতার বিতর্ক উস্কে দেন কিলিয়ান এমবাপে। ২০২২ সালের ইউরোর আগে লাতিন আমেরিকার দেশগুলোর তুলনায় ইউরোপের দেশগুলোকে বেশি দক্ষতাসম্পন্ন বলেছিলেন তিনি। এবারের ইউরোর আগেও তিনি এমন একটি মন্তব্য করেছেন।

ফরাসি তারকা মনে করেন, বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন ইউরোর চ্যাম্পিয়ন হওয়া। এ মন্তব্যের জবাব দিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। একসময় পিএসজিতে এমবাপের এই সতীর্থ খোঁচা দিয়েছেন এমবাপের ইউরো না জেতা নিয়ে। ২০১৮ সালে বিশ্বকাপ জিতলেও কাতারে পারেদেসের আর্জেন্টিনার কাছে ফাইনাল হেরেছিল এমবাপের ফ্রান্স।

ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘সে সৌভাগ্যবান যে একটি বিশ্বকাপ জিততে পেরেছে। কিন্তু এমবাপে কিন্তু এখনও ইউরো জিততে পারেনি। আমরা ভাগ্যবান যে কোপা আমেরিকা, ফিনালেসিমা, বিশ্বকাপ সবই জিততে পেরেছি। আমরা কেবল আমাদের অর্জন নিয়ে ভাবছি। যেন সবাই তাদের চাওয়া নিয়ে ভাবতে ও বলতে পারে।’

একই বিষয় নিয়ে কথা বলেছেন আরেক আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ। যুক্তরাষ্ট্রে এখন কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তেরা। অনুশীলন শেষে বুধবার মার্তিনেজ সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপের চেয়ে কোনো কিছুই জেতা কঠিন নয়। এটা আমরা সবাই জানি।’

এর আগে এমবাপে বলেছিলেন, ‘ইউরো অনেক কঠিন টুর্নামেন্ট। আমার কাছে বিশ্বকাপের থেকেও কঠিন মনে হয়। যদিও বিশ্বকাপে অনেক চাপ থাকে। কিন্তু ইউরোতে আমরা সবাই সবাইকে ভালো করে জানি, কারণ প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে খেলি। কৌশলগত দিক দিয়ে ইউরোপের সব দলই খুব কাছাকাছি মানের।’

আইএইচএস/এএসএম

Read Entire Article