বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

3 hours ago 5
চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সিলভেত্তির একমাত্র গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে ১৮ বছর পর ফাইনালে উঠে মেসির উত্তরসূরিরা। পুরো আসরে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা ফাইনালেও হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে। ম্যাচের শুরুতেই আক্রমণে যায় কলম্বিয়া। বাঁ দিক থেকে পেরেয়া দারুণ একটি মুভে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করে ফেলেন। কানচিম্বো হেডে সুযোগ পেলেও গোলরক্ষক বার্বি চমৎকারভাবে তা প্রতিহত করেন। আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি দারুণ ‍সুযোগ তৈরি করলেও তার শটটি পোস্টের বাঁ পাশ ঘেঁষে বাইরে চলে যায়। এরপর আর্জেন্টিনার সারকো চমৎকার এক দলীয় মুভের পর ডান দিক থেকে এক দুর্দান্ত ক্রসে গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু কলম্বিয়ান গোলরক্ষক দারুণভাবে তা সেভ করেন।  দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পায় আলবিসেলেস্তেরা। সদ্য বদলি হয়ে নামা সিলভেত্তি বক্সের ভেতর বল পেলেও তার ক্রস শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। কলম্বিয়া দ্রুত পাল্টা আক্রমণ করে। রেন্তেরিয়ার একটি ক্রসে দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক বার্বি। তবে ফিরতি বল থেকে তোবিয়াস রামিরেস নিখুঁত ফিনিশে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন, যদিও তাতেও ফল আসেনি। ম্যাচের ৭২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। বক্সের কাছে বল পেয়ে পাস দেন প্রেস্টিয়ান্নি। বল পান সিলভেত্তি, নিখুঁত এক টাচে বল পাঠান ডানপোস্ট ঘেঁষে জালে। আর তাতেই ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় আর্জেন্টিনার যুবারা। খেলার ৮০তম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়া। মাঝমাঠে ফাউলের কারণে রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, তাতে ১০ জনের দলে পরিণত হয় তারা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।
Read Entire Article