বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাংক এখন তাইওয়ানের হাতে

2 months ago 42
সম্মুখ সমরে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে ট্যাংক। আর সেটি যদি হয় অত্যাধুনিক; তবে কথাই নেই।এবার সেই আব্রামস ট্যাংক হাতে পেয়েছে তাইওয়ান। চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৮টি আব্রামস ট্যাংক পেয়েছে তারা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গেল তিন দশকের মধ্যে এই প্রথম নতুন ট্যাংক হস্তগত হলো তাদের। তাইপে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একটি। ২০১৯ সালে ১০৮টি এম১এ২ ট্যাংক অর্ডার করেছিল তাইওয়ান। সেই অর্ডারের প্রথম চালান রোববার তাইওয়ান এসে পৌঁছায়। পরে সেগুলো তাইপের দক্ষিণে হাসিনচুর একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।  প্রায় এক হাজার ট্যাংক রয়েছে তাইওয়ানের বহরে। এর মধ্যে অধিকাংশই তাইওয়ানের নিজস্ব তৈরি সিএম-১১ ব্রেভ টাইগার এবং যুক্তরাষ্ট্রের এম-৬০-এ-৩ ট্যাংক। তবে এসব ট্যাংকে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত পুরোনো। আব্রামস ট্যাংক বিশ্বের সবচেয়ে ভারি ট্যাংকগুলোর একটি। যুক্তরাষ্ট্র আব্রামস ট্যাংকের সক্ষমতা নিয়ে গর্ব করে । কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সেই মিথ ভুল প্রমাণিত হয়েছে।  
Read Entire Article