বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে যুবক

3 hours ago 4

বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেছেন এক প্রবাসী যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

অনশন করা ওই প্রেমিক যুবকের নাম শিশির ঢালী। তিনি মরিশাস প্রবাসী। তিনি একই উপজেলার রাজিহার ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রেমিক শিশির ঢালীকে ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যম থেকে ব্লক করে দেন তার প্রেমিকা। এ ঘটনায় বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন তিনি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার দীর্ঘ আট ঘণ্টা পর স্থানীয় ইউপি সদস্য প্রেমিক-প্রেমিকার দুই পরিবারের সম্মতিতে প্রেমিক শিশির ঢালীকে জোর করে বাড়ি পাঠিয়ে দেন।

তবে প্রবাসী ওই যুবকের সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করলেও প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন ওই তরুণী।

স্থানীয় বাসিন্দারা জানান, আমরা এতদিন শুনে আসছি ছেলের বাড়িতে মেয়ে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে। এখন দেখছি মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে ছেলে এসেছে। তাদের বিয়ে দেওয়া উচিত।

প্রেমিক শিশির ঢালী বলেন, গত দুই বছর ধরে একই উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের পলাশ বালার মেয়ে তন্নী বালা পাখির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতদিন প্রেমের সম্পর্কের পর গত এক সপ্তাহ আগে ফেসবুকে আমাকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এজন্য বিয়ের দাবিতে তন্নির বাড়িতে গিয়ে অনশন শুরু করি। আমি চাই প্রেমিকা তন্নী আমাকে বিয়ে করুক। 

এ বিষয়ে প্রেমিক যুবকের বড় ভাই জানান, আমি শুনেছি মেয়ের যাবতীয় খরচ আমার ভাই এতদিন বহন করে আসছে। তাই আমরা চাই আমার ভাইকে ওই মেয়ে বিয়ে করুক। 

তবে তরুণীর মা-বাবা জানান, একতরফা ভালো লাগা নিয়ে ওই ছেলে আমাদের বাড়িতে আসছে। আমরা এভাবে বিয়ে কখনো মেনে নেব না।

Read Entire Article