বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

4 hours ago 3

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অক্টোবরে আগামী পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। তিন সদস্যের এই নির্বাচন কমিশন সংবিধান ও নিয়ম অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করবে।

বিসিবি প্রেরিত প্রেস রিলিজে জানা যায় ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম—বর্তমানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান। কমিশনের অপর সদস্য হিসেবে থাকছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব)।

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। অক্টোবরের শুরুতে হওয়া এই নির্বাচন দিয়ে ক্রিকেট বোর্ডের নেতৃত্ব কে নেবেন, সে নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট মহল।

Read Entire Article