বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

বিতর্কিত মন্তব্যকে ঘিরে সাময়িকভাবে দায়িত্ব হারালেও ফের অর্থ কমিটির দায়িত্ব ফিরে পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। শোকজ নোটিশের জবাব বিসিবির শৃঙ্খলা বিভাগ সন্তোষজনক বলে বিবেচনা করায় বোর্ড সভার সিদ্ধান্তে তাকে আবারও আগের পদে বহাল করা হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে নাজমুল ইসলামকে ঘিরে ক্রিকেটাঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা চলছিল। বিতর্কের পর বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং সাময়িকভাবে ফাইন্যান্স কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর তিনি লিখিত ব্যাখ্যা জমা দেন শৃঙ্খলা কমিটির কাছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য হিসেবে দেখা হয়েছে। ফলে পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় তার আগের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। নিজের পদ ফিরে পাওয়ার বিষয়ে নাজমুল ইসলাম বলেন, বোর্ড তার দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হওয়ায় আবার অর্থ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখন থেকে তিনি নিয়মিতভাবে বিভাগের কাজ পরিচালনা করবেন। উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও আর্থিক ক্ষতি নিয়ে করা এক বক্তব্য ঘিরেই মূলত বিতর্ক

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

বিতর্কিত মন্তব্যকে ঘিরে সাময়িকভাবে দায়িত্ব হারালেও ফের অর্থ কমিটির দায়িত্ব ফিরে পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। শোকজ নোটিশের জবাব বিসিবির শৃঙ্খলা বিভাগ সন্তোষজনক বলে বিবেচনা করায় বোর্ড সভার সিদ্ধান্তে তাকে আবারও আগের পদে বহাল করা হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে নাজমুল ইসলামকে ঘিরে ক্রিকেটাঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা চলছিল। বিতর্কের পর বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং সাময়িকভাবে ফাইন্যান্স কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর তিনি লিখিত ব্যাখ্যা জমা দেন শৃঙ্খলা কমিটির কাছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য হিসেবে দেখা হয়েছে। ফলে পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় তার আগের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

নিজের পদ ফিরে পাওয়ার বিষয়ে নাজমুল ইসলাম বলেন, বোর্ড তার দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হওয়ায় আবার অর্থ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখন থেকে তিনি নিয়মিতভাবে বিভাগের কাজ পরিচালনা করবেন।

উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও আর্থিক ক্ষতি নিয়ে করা এক বক্তব্য ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত হয়। সেই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলে এবং বিপিএলসহ বিভিন্ন কার্যক্রম বয়কটের ঘোষণা দেয়।

এর প্রভাব পড়ে বিপিএলের সূচিতেও। একপর্যায়ে একাধিক ম্যাচ স্থগিত হয় এবং পরিস্থিতি সামাল দিতে বিসিবি ও কোয়াবের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর ক্রিকেটাররা শর্তসাপেক্ষে মাঠে ফেরেন এবং বিসিবি নাজমুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ জারি করে।

সবশেষে শৃঙ্খলা বিভাগের মূল্যায়নের ভিত্তিতে এবার আবার অর্থ কমিটির দায়িত্ব ফিরে পেলেন এম নাজমুল ইসলাম যা বিসিবির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow