বিয়ের অনুভূতি নিয়ে খোলামেলা তানিয়া, ভক্তদের আক্ষেপ

1 hour ago 4

ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি আবারও কনে রূপে হাজির হচ্ছেন নাটকে। নতুন ধারাবাহিকের একটি চরিত্রে তাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে। চরিত্রের নাম ‘মায়া’। শুটিংয়ের ফাঁকে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানালেন কাজের অভিজ্ঞতা আর বিয়ের আগের দিনের অনুভূতি।

তানিয়া বলেন, ‘অনেক বছর পর সিরিয়াল করছি। গল্পটা খুব সুন্দর, পারিবারিক একটা গল্প। পড়েই ভালো লেগেছে।’

এর আগেও বেশ কিছু নাটকে কনের সাজে অভিনয় করেছেন তিনি। সে প্রসঙ্গে জানালেন, ‘এর আগে এতবার আমার অন-স্ক্রিন হলুদ হয়েছে, তাই আলাদা কিছু নয়। তবে প্রতিটি চরিত্র আলাদা, সেই জায়গা থেকে কাজের আনন্দ থাকে।’

আলোচনায় উঠে আসে বিয়ের আগের দিনের বিশেষ অনুভূতিও। তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের আগের দিনের ফিলিংস যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয়, তাহলে দারুণ সুন্দর। আবার যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়, যেমন এই নাটকে, তখন মেয়েটির একদিকে নার্ভাসনেস, আবার অন্যদিকে এক্সাইটমেন্ট কাজ করে—নতুন একটা পরিবার পাচ্ছে তো।’

তিনি আরও যোগ করেন, ‘নিজের পরিবার ছাড়তে হচ্ছে, নতুন পরিবারে মানিয়ে নেওয়ার ভাবনা আসে। সামনে কী হবে, কীভাবে নতুন পরিবেশে মানিয়ে নেবে—এই দুশ্চিন্তাটাও থেকে যায়।’

এদিকে তার এই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই ভক্তরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েন। অনেকে ভেবে বসেন, সত্যিই হয়তো বিয়ে করছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘তানিয়া, তুমি এটা কেমনে করলা? তুমি না আমাকে ভালোবাসো!’ আরেকজন লেখেন, ‘আমি তো ভেবেছিলাম সত্যিই বিয়ে করছেন। আবারো ধোঁকা খেলাম।’

আরেক ভক্ত মজার ছলে লিখেছেন, ‘বাস্তবে কবে বিয়ে করবেন? দাওয়াত তো দিবেনই না, অথচ আমি আপনার চরম ভক্ত।’

বারবার নাটকে কনে রূপে হাজির হলেও বাস্তবে এখনো বিয়ের খবর দেননি তানিয়া বৃষ্টি। তবে বিয়ের আগের দিনের ফিলিংস নিয়ে তার খোলামেলা মন্তব্য ভক্তদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

Read Entire Article