বিয়ের আসরে নেই এসি, রাগে বিয়ে ভাঙলেন কনে

2 months ago 33

বিয়ের আসরে এসি নেই তাই রাগে বিয়েই ভেঙে দিলেন কনে। বরের পরিবার এমন একটি জায়গায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই ছিল না। এ নিয়ে বিয়ের আসরেই বেধে যায় তীব্র হট্টগোল।

সামান্য ঘটনা নিয়ে প্রথমে শুরু হয় তর্কাতর্কি। এরপর কনের পরিবার বরপক্ষের বিরুদ্ধে যৌতুক নেওয়ার অভিযোগ এনে পুলিশের কাছে নালিশ করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। স্থানীয় সময় শনিবার রাতে শামশাবাদ শহরে এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলে তীব্র গরম এবং হাওয়া-বাতাসের অভাবে প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার অভিযোগ এনে কনে বিয়ে ভেঙে দিয়েছেন বলে জানা গেছে।

বিয়ের অনুষ্ঠানে এসি না থাকার বিষয়টি মেনে নিতে পারেননি কনে। বরপক্ষকে অনুষ্ঠানস্থলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে বলেন তিনি। এ নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কনে মণ্ডপ ছেড়ে চলে যান। বিয়ে বাতিল করে দেন তিনি।

পরে তিনি জানান, এ ধরনের পরিস্থিতিতে বিয়ে করলে সেটা হবে তার জন্য অসম্মানের। কনে ও তার পরিবারের সঙ্গে বরের আত্মীয়রা যে ব্যবহার করেছেন তাতে ভবিষ্যতে তার জীবন নরকে পরিণত হবে বলেও দাবি করেন ওই কনে।

পাত্রীপক্ষের অভিযোগ পেয়ে বিয়ের আসরে উপস্থিত হয় পুলিশ। স্থানীয় থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বিয়ে সম্পন্ন করার জন্য মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। কিন্তু কনে নিজ সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। কনের পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, আলাপ-আলোচনা করে বিবাদ মেটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

টিটিএন

Read Entire Article