বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে অনশনে বসেছেন এক তরুণী। রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে বগুড়ার ধুনটে প্রেমিকের বাড়ির ভেতর অনশনে বসেন তিনি।
প্রেমিক রাজু (৩০) উপজেলার সুলতানহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে। বর্তমানে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন।
এ ঘটনায় ওই তরুণী রাজু ও তার বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগে দিয়েছেন। এদিকে অনশনে বসার পর বাড়ি থেকে রাজুর বাবা ও মাসহ পরিবারের লোকজন পালিয়ে যান।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে মেয়েটি রাজুর বাড়ি যান। পরে স্থানীয়দের মাধ্যমে বিয়ের আশ্বাসে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় মেয়েটি প্রেমিকের বাড়ি ফের অনশনে বসেন। এসময় রাজুর বাবা ওই মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
তরুণী বলেন, ঢাকায় একই পোশাক কারখানায় চাকরির সুবাদে প্রায় আট বছর আগে আমার সঙ্গে রাজুর পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে একই ঘরে আমরা রাতযাপন করেছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজু আমার কাছ থেকে কৌশলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে সৌদি চলে যান রাজু। তিনি বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবেন বলে জানান। কিন্তু চার মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এখন কোনো উপায় না পেয়ে তার বাড়িতে অনশন করছি।
রাজুর পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ধুনট থানার এএসআই মামনুর রশিদ বলেন, ভুক্তভোগী এক পোশাককর্মীর অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলবি/জেডএইচ/জিকেএস