বিয়ের সংবাদ জানালেন পলাশ মুচ্ছল, পাত্রী কে

2 hours ago 6

ভারতীয় নারী ক্রিকেট দলের সহ–অধিনায়ক ও তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা ও বলিউডের সংগীত পরিচালক–নির্মাতা পলাশ মুচ্ছল—এই তারকা জুটির প্রেমের গুঞ্জন অনেক দিনের। পাঁচ বছরের বেশি সময় ধরে সম্পর্কের খবর শোনা গেলেও, দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন পলাশ নিজেই।

গত শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্য প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলাশ বলেন, ‘তিনি (স্মৃতি মান্ধানা) শিগগিরই ইন্দোরের পুত্রবধূ হতে যাচ্ছেন। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’ এই মন্তব্যের পরই তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্মৃতি ও পলাশের প্রেম শুরু হয় এক রোমান্টিক সুরের মাধ্যমে। একটি গান গেয়ে ক্রিকেটারকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। প্রথমদিকে সম্পর্কটি আড়ালে থাকলেও গত কয়েক বছর ধরে বিশেষ উপলক্ষে ইনস্টাগ্রামে দুজনের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে।

২০২৩ সালের ১৮ জুলাই স্মৃতি মান্ধানার জন্মদিনে বাংলাদেশের মাটিতে ঘটেছিল এক বিশেষ ঘটনা। তখন ভারতীয় নারী দল ঢাকায় ছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে। প্রেমিকাকে ‘সারপ্রাইজ’ দিতে গোপনে ঢাকায় চলে আসেন পলাশ মুচ্ছল—যা সেই সময় বেশ আলোচনাও তৈরি করেছিল।

৩০ বছর বয়সী পলাশ মুচ্ছল বলিউডে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন সংগীত পরিচালক হিসেবে। বোন পলক মুচ্ছলের জনপ্রিয় অনেক গানে সুর দিয়েছেন তিনি। পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ শুরু করেছেন; বর্তমানে ‘রাজু বাজেওয়ালা’ নামে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করছেন।

অন্যদিকে ভারতের অন্যতম জনপ্রিয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা বর্তমানে ইন্দোরে রয়েছেন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে। আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত।

প্রেমিকা ও ভারতীয় দলের প্রতি শুভকামনা জানিয়ে পলাশ বলেন, ‘অধিনায়ক হারমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার জন্য রইল আমার শুভেচ্ছা। আমরা চাই ভারতীয় নারী দল প্রতিটি ম্যাচ জিতে দেশের মুখ উজ্জ্বল করুক।’

আরও পড়ুন:
লরির ধাক্কায় সপরিবারে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা
বডি নয়, তিনি বার্তা দিয়েই জিতেছেন বলিউড

বলিউডের সংগীতের জগৎ আর ভারতীয় ক্রিকেট—দুটি ভিন্ন অঙ্গনের এই তারকা জুটির বিয়ের খবর এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভক্তরা অপেক্ষায়, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করবেন স্মৃতি ও পলাশ।

এমএমএফ/জেআইএম

Read Entire Article