বৃষ্টির হুমকিতে আইপিএলের উদ্বোধন, ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

15 hours ago 8

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচ নিয়ে আশঙ্কার মেঘ জমেছে। শনিবার (২২ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও, প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনায় ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর  কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। কলকাতা আবহাওয়া কেন্দ্রের মতে, শনিবার দিনভর বজ্রঝড়সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ৭০% পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ পুরোপুরি হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। এতে উভয় দলকেই হতাশ হতে হবে, বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরুর লক্ষ্য নিয়ে নামা দুই ফ্র্যাঞ্চাইজির জন্য।

ইডেন গার্ডেনের উন্নত ড্রেনেজ সিস্টেম থাকার কারণে সংক্ষিপ্ত ম্যাচ আয়োজনের সুযোগ থাকলেও, উইকেট যদি ভেজা থাকে তবে সেটি স্পিনার ও পেসারদের জন্য সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে কলকাতার আন্দ্রে রাসেল ও বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজদের জন্য ম্যাচ নতুন মাত্রা পাবে।

সমর্থকরা যেমন ম্যাচের উত্তেজনায় ডুবে থাকার অপেক্ষায়, তেমনই এখন সব নির্ভর করছে প্রকৃতির আচরণের উপর। ইডেন গার্ডেনে শনিবার রাতে ব্যাট-বলের লড়াই হবে, নাকি বৃষ্টিই বাজিমাত করবে—সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

Read Entire Article