বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

2 days ago 3

গণঅভ্যুত্থানের ১০০ দিন পার হলেও এখনো অনেক মা বাবা অপেক্ষা করছে সন্তানের। এই প্রেক্ষিত বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে সরকার কী করছে জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন দুই সাংবাদিক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাংবাদিক ইমরান মাহফুজ ও ইয়াসির আরাফাত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই চিঠি পাঠান। 

চিঠিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত অনেক শহীদ শিক্ষার্থীর মরদেহ এখনো চিহ্নিত হয়নি বা এখনো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে অবহিত হয়েছি। আমাদের সেই শহীদ ভাই বোনদের লাশ চিহ্নিত করে তাদের পরিবারের কাছে ফেরত প্রদান জাতীয় কর্তব্য বলে মনে করি। ফ্যাসিবাদ বিরোধী মহা অভ্যুত্থানে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে সেই সব পরিবারের প্রতি আমরা এতটুকু দায়িত্ব পালন করতে না পারি তাহলে ইতিহাসের কাঠগড়ায় আমরা দোষী সাব্যস্ত হবো। যা শহীদের আত্মার সঙ্গে বেইমানী হবে।

তারা আরও বলেন, নিখোঁজ শহীদের বা গুম করার স্থান চিহ্নিত করে তাদের দেহাবশেষ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের নিমিত্তে এখনো পর্যন্ত সরকারের পক্ষ কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা এই চিঠি প্রাপ্তির তিনদিনের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ।

আর যদি পদক্ষেপ না গ্রহণ করা হয়ে থাকে এই পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে এই বিষয়ক কার্যকর উদ্যোগ গ্রহণ পূর্বক প্রেরকদের লিখিতভাবে জানাতে অনুরোধ করেন তারা।

Read Entire Article