বেক্সিমকো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর অবস্থান নিয়ে ‘ধুম্রজাল’

3 hours ago 3

বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান আকাশ ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি টিম তাকে আটক করে।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম দুপুর ২টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়ে যায়। বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে থানা পুলিশের হেফাজতে নাকি বাসায় পাঠানো হয়েছে, তা নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে।

এ বিষয়ে দুদকের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুন

দুদকের একটি সূত্র জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের অধিকতর অনুসন্ধান এবং তদন্ত করতে তিন সংস্থার সমন্বয়ে যৌথ টিমও কাজ করছে।

৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ও অত্যন্ত বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত তারেক আলম। তার বিরুদ্ধে সালমান এফ রহমানের টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

দুদকের একটি সূত্রের দাবি, তারেক আলমের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী। তার নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক।

তবে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। আরেক সহকারী পরিচালক তানজির আহমেদ জাগো নিউজকে বলেছেন, এ বিষয়ে (তারেক আলমের অবস্থান) আমি মন্তব্য করতে পারবো না। আমি কিছু জানি না।

এসএম/এমকেআর/জেআইএম

Read Entire Article