বেতনবৈষম্য নিরসনে তালা ঝুলছে ডাক অধিদপ্তরে

1 month ago 29
সচিবালয়ের মতো গ্রেডসহ পদবি পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডাক অধিদপ্তরসহ অফিসের সকল কর্মচারীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় অধিদপ্তরের সামনে ‘বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনরত কর্মচারীরা অধিদপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। অবস্থান কর্মসূচিতে সহকারী, প্রধান সহকারী ও উচ্চমান সহকারীদের সচিবালয়ের ন্যায় পদবি প্রশাসনিক কর্মকর্তা ও বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাহিরে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারীসহ বিভিন্ন পদের পদবি ও বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও  তৎকালীন সরকার ১৯৯৫ সালের প্রজ্ঞাপন জারি করে শুধু সচিবালয়ের বর্ণিত পদগুলো আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পদবি পরিবর্তনসহ ১০নং গ্রেডে উন্নীত করে। ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, গণভবন, বঙ্গ ভবনে বর্ণিত পদগুলোও আপগ্রেড করা হয়েছে, কিন্তু ডাক অধিদপ্তরের বর্ণিত পদগুলো অদ্যাবধি পূর্বের ন্যায় রয়ে গেছে। এ বিষয়ে ডাক অধিদপ্তরের গত ৮ সেপ্টেম্বর ডাক অধিদপ্তর বর্ণিত পদগুলোকে আপগ্রেড করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি প্রস্তাব প্রেরণ করেন। যার পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এর সভাপতিত্বে বুধবার (২০ নভেম্বর) এক সভার আয়োজন করা হয়। সভায় মূল এজেন্ডা বহির্ভূত সিদ্ধান্ত গৃহীত হয় ব‌লে তারা বিশ্বস্ত সূ‌ত্রে জান‌তে পা‌রেন। এর প্রতিবা‌দে ডাক অধিদপ্তর, মেট্রোপলিটন সার্কেল, কেন্দ্রীয় সার্কেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম, দক্ষিণাঞ্চল, খুলনা, উত্তরাঞ্চল, রাজশাহী, জিএম অফিস, ঢাকা ও জিএম অফিস খুলনার দপ্তরগুলোর মূল ফটকে তারা তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এতে দুপুর ১টা পর্যন্ত ডাক বিভাগে কোনো কাজ করতে পারেনি। পরবর্তীতে ডাক অধিদপ্তরের মহাপরিচালক তাদের সঙ্গে আলোচনায় বসে ২০ কার্যবিবরণীতে ‌আলোচ‌্য সূ‌চি মোতা‌বেক সিদ্ধান্ত গ্রহ‌ণের আশ্বাস প্রদান করার শর্তে  তারা কর্মসূচি সাম‌য়িক স্থগিত করেন। এসময় আরও বক্তব্য রাখেন মো. রুকন উদ্দীন সাধারণ সম্পাদক, মোহাম্মদ জা‌কির হো‌সেন, মো. সিরাজুল ইসলাম, আঞ্জুমান আরা, জাহানারা বেগম, ম‌নিরুজ্জামান, সি‌দ্দিক হো‌সেন, সো‌হেল আহ‌মেদ, এরশাদ আলী প্রমুখ। 
Read Entire Article