বেনাপোলে ভারতীয় পণ্য জব্দ ও মাদকসহ কারবারি আটক

1 month ago 28

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ ও মাদকসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম হরিদাস বিশ্বাস (৩৫)।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির এই বিশেষ অভিযান চলে। এসময়ে ওই ব্যক্তিকে আটক এবং ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল, চা-পাতা, কসমেটিকস ও বিদেশি মদ জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্টে বাসে ও রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল, চা-পাতা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

jagonews24

এছাড়া আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিক দল শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড়ে অন্য একটি অভিযানে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাসকে (৩৫) ১২ বোতল বিদেশি মদসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।

জব্দ মালামাল বেনাপোল কাস্টমসে আর মদসহ হরিদাস বিশ্বাসকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

জেইউডি/এমকেআর

Read Entire Article