বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে মেইল ব্যবস্থা চালু

3 months ago 46

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিং প্রতিরোধে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী র‌্যাগিং শিকার হলে মেইলে অভিযোগ জমা দিতে পারবেন। এক্ষেত্রে ভুক্তভোগীর নাম-পরিচয় গোপন রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাসের প্রতিটি একাডেমিক ভবন ও আবাসিক হলের নিচ তলায় এবং প্রক্টর অফিসে একটি করে র‌্যাগিং অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এসব বক্সে র‌্যাগিং সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো। এছাড়া [email protected] মেইলে র‌্যাগিং সংক্রান্ত অভিযোগ জমা দেওয়া যাবে। এক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় ও প্রমাণ গোপন রাখা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, র‌্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় জিরো টলারেন্স। শিক্ষার্থীদের সুবিধার জন্য অনেকে প্রক্টর কিংবা সহকারী প্রক্টরকে সরাসরি অভিযোগ দিতে ভয় পাচ্ছে। তাই আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি।

ফারহান সাদিক সাজু/জেডএইচ/এমএস

Read Entire Article