বেরোবির বহিরাঙ্গন পরিচালক হলেন প্রক্টর ফেরদৌস

2 weeks ago 17

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাময়িক বহিরাঙ্গন পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ সই করা বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়।

বহিরাঙ্গন পরিচালক পদটি গুরুত্বপূর্ণ। ওই পদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পদাধিকারবলে সিন্ডিকেট সদস্য হন। সামনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আছে। ধারণা করা হচ্ছে, এ কারণে তাড়াহুড়ো করে পদটি নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে সব আওয়ামী লীগ ও স্বৈরশাসকের দোসর হওয়ায় কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমাকে সাময়িকভাবে বহিরাঙ্গন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, তাকে এ দায়িত্ব সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে। একাধিক দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় তাকে যোগ্য মনে করেছে তাই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, এ পদের জন্য উপযুক্ত লোক দেওয়ার পরিস্থিতি এখন নেই। তাকে দায়িত্ব দিলাম এ কারণে যাতে কোনো আইনগত সমস্যায় না পড়তে হয়।

ফারহান সাদিক সাজু/এসআর/জেআইএম

Read Entire Article