লা লিগায় ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লাল কার্ড দেখেছিলেন জুদ বেলিংহ্যাম। রেফারিকে বাজে মন্তব্য করেন বলে ম্যাচ শেষে রিপোর্টে জানিয়েছেন ম্যাচ পরিচালনাকারী রেফারিরা। যার পরিপ্রেক্ষিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জুদ বেলিংহ্যামকে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়।
রিয়াল মাদ্রিদ বেলিংহ্যামের এই লাল কার্ড এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায়। এমনকি লা লিগা থেকেও বের হয়ে যাওয়ার হুমকি দেয়। একই সঙ্গে বেলিংহ্যামের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আপিল আবেদন জমা দেয়।
শুনানি শেষে আজ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদের আপিল আবেদ খারিজ করে দেয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, বেলিংহ্যাম শুরুতে বলছিলেন, ‘আমি আপনাকে সম্মানের সঙ্গে বলছি।’ এরপরই রেফারির সঙ্গে বিরোধের এক পর্যায়ে গিয়ে বাজে শব্দ ব্যবহার করে বসেন তিনি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রিয়াল মাদ্রিদের প্রাথমিক আবেদন বাতিল করে দেয়। আপিল কমিটি তাদের দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলে যে, মাদ্রিদ পর্যাপ্ত পরিমাণে প্রমাণপত্র হাজির করতে পারেনি। যেটা রেফারির রিপোর্টকে ভুল প্রমাণ করতে পারে।
রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার লা লিগায় পরের দুই ম্যাচ- জিরোনা এবং রিয়াল বেটিসের বিপক্ষে খেলতে পারবেন না।
২১ বছর বয়সী বেলিংহ্যাম এবারের মৌসুমে ২০ লিগ ম্যাচে গোল করেছেন সাতটি। অ্যাসিস্ট করেছেন ৬টি। লা লিগায় রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে সমান ৫১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। কারণ, গোল ব্যবধানে পিছিয়ে তারা।
আইএইচএস/