বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের

3 hours ago 3
পিরোজপুরের নেছারাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউসুফ আহমেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ইউসুফ আহমেদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজাবাড়ী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের সুতার বাড়ি সংলগ্ন সনি সিনেমা হলের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  জানা যায়, উপজেলার আলকিরহাট নামক স্থানে মোটরসাইকেলে করে ঘুরতে আসে তিন বন্ধু। সেখান থেকে বাড়ি ফেরার পথে সোহাগদল ইউনিয়নের সুতার বাড়ি নামক স্থানের সনি সিনেমা হলের সামনের রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শেরে-ই বাংলা হাসপাতালে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। রাত দশটার দিকে গুরুতর আহত ইউসুফ আহমেদ মারা যান। এ বিষয়ে ইউসুফ আহমেদের বোন মোসা. তামান্না তন্বী কালবেলাকে বলেন, আমার ভাই বিকেলে কাউকে না জানিয়ে তিন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যায়। হঠাৎ মোবাইলে দুর্ঘটনার কথা শুনতে পেয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যাই। জ্ঞান ফিরছে না দেখে নেছারাবাদ হাসপাতাল থেকে বরিশালে পাঠিয়ে দেয়। রাত দশটার দিকে সে মারা গেছে।  এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মো. বাবুল বলেন, ইউসুফের মৃত্যুর খবর জানতে পেরেছি। দুর্ঘটনায় ফাহাদ নামে অপর এক মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছে। এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, মৃত্যুর ঘটনাটি মৌখিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article