বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে পুনাক সভানেত্রী

3 weeks ago 7

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন।

তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের আন্তরিকতার সঙ্গে উন্নত চিকিৎসাসেবা দেওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।

পুনাক সভানেত্রী আন্দোলনে অংশগ্রহণকারীদের অনন্য সাধারণ ভূমিকার প্রশংসা করে বলেন, তারা আমাদের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা ও সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা।

তিনি বলেন, পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে অসহায় মানুষের কল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় পুনাকের সহ-সভানেত্রী রাহেলা সুলতানা, আইরিন রহমানসহ অন্য নেতারা এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি মো. রুবাইয়াত রাজসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

টিটি/এমকেআর/জেআইএম

Read Entire Article