ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ও তার বাবার ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।
রোববার (১ জুন) তাদের গ্রেফতার করে পুলিশ। ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার এসব মামলা করা হয়।
বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের সাবু শেখের মেয়ে। তিনি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্যসচিব ও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলায় বাদী হয়েছেন বৈশাখী ইসলাম বর্ষা। পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে থানা পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
এসব মামলায় গ্রেফতাররা হলেন, ওই এলাকার আরিফ হোসেন (২৪), মো. আজিজুল শেখ (১৬), শরিফ শেখ (২০), সজিব শেখ (২৩) ও সাজ্জাদ শেখ (১৭)। পরে আরও দুই জনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই দুই জনের পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, আমার ওপর হামলা চালিয়েছে মো. কাজী সাগর আহমেদ গনি। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে সুবিধাবাদী মনোভাব নিয়ে বিএনপির ছত্রছায়ায় ডাঙ্গী ইউনিয়ন যুবদলের রাজনীতিতে জড়িত। একসময় নৌকার পক্ষে ছিলেন, আর এখন বিএনপির ছত্রছায়ায় ধানের শীষের থেকে ক্ষমতার অপপ্রয়োগ করে আমার ওপর আক্রমণ করেছে। আমি কোনো রাজনৈতিক দল বুঝি না। কিন্তু সে আমার ওপর, আমার বোনের ওপর, আমার বাবার ওপর ও আমার ফুঁপির ওপরও হামলা চালিয়েছে। আমি এই বর্বরোচিত হামলার সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত) আসিফ ইকবাল জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলার মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ৪ জন, ঘরবাড়ি ভাঙচুরের মামলায় ৬ জন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় আসামির সংখ্যা ৩৪ জন। সর্বশেষ তিন মামলায় সোমবার পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শুক্রবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবা বাবু শেখের ওপর হামলার ঘটনা ঘটে। বর্ষার ছোট বোনকে ওই এলাকার এক ব্যক্তি ইভটিজিং করায় নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
এন কে বি নয়ন/এমএন/জেআইএম