ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে বিরল কীর্তি পান্তের

2 months ago 7

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৬ রানের লিড পেয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল শুবমান গিলের দল। তখন মনে হয়েছিল, হয়তো এই ইনিংসে খুব বেশি রান করতে পারবে না ভারত।

কিন্তু চতুর্থ উইকেটে ১৯৫ রানের বিশাল জুটি করে দর্শকদের ধারণাকে ভুল প্রমাণ করেছেন ভারতীয় দলের দুই ব্যাটার লোকেশ রাহুল ও রিশাভ পান্ত। দু'জনই হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

১৪০ বলে ১১৮ রান করে পান্ত আউট হলে এই জুটি ভাঙে। ইংলিশ স্পিনার শোয়েব বশিরের বলে জ্যাক ক্রাউলির হাতে ক্যাচ হন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এটি বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক।

আউট হওয়ার আগেই বিরল এক কীর্তি গড়েন পান্ত। টেস্ট ক্রিকেটে এশিয়া মহাদেশের প্রথম উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একই ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি।

টেস্টে ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার এই রেকর্ড হলো। এর আগে কেবল জিম্বাবুয়ের ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার এই কীর্তি গড়েছিলেন।

অন্যদিকে টেস্টে ক্রিকেটের ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন রাহুল। এই প্রতিবেদন লেখার সময় তিনি ১২০ রানে অপরাজিত।

ভারতের রান এখন ৪ উইকেটে ২৯৮। সফরকারীদের লিড ৩০৪ রানের।

এমএইচ/এমএস

Read Entire Article