ব্রহ্মপুত্র নদে ভাসছিল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ

3 months ago 33

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। 

সোমবার (১২ মে) সকালে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে, গত শনিবার (১০ মে) তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। 

নিহত ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে শনিবার (১০ মে) বিকালে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায় ইব্রাহিম আলী ও ইমরান হোসেন নামে দুই ভাই। পরে উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে অভিযান চালিয়েও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ভাটিতে পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Read Entire Article