ব্রহ্মপুত্রে ডুবে নিখোঁজ, ভেসে উঠলো দুই ভাইয়ের মরদেহ

3 months ago 17

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১২‌ মে) ভোর ৬টার দি‌কে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকা থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে ইব্রা‌হিম আলী (১২) ও ইমরান হো‌সেন (৮)।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‌ জিল্লুর রহমান।

ব্রহ্মপুত্রে ডুবে নিখোঁজ, ভেসে উঠলো দুই ভাইয়ের মরদেহ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শ‌নিবার (১০ মে) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যায় দুই ভাই ইব্রাহিম ও ইমরান। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল এবং স্থানীয়‌রা নদীতে তল্লাশি চালান। তবে অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়‌নি।

সোমবার সকা‌লে ঘটনাস্থল থে‌কে তিন কি‌লো‌মিটার ভা‌টি‌তে হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকায় দুই ভাই‌য়ের মর‌দেহ ভাস‌তে দে‌খেন স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি ‌জিল্লুর রহমান জানান, ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এসআর/জেআইএম

Read Entire Article