ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য, অতঃপর

2 weeks ago 17

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য।

এর আগে শনিবার সন্ধ্যায় শহরের মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মৌলভীপাড়ার একটি বহুতল বিশিষ্ট ভবনের ১১ তলার বাসা থেকে ছিনিয়ে নেয়া একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বয়স ১৭ বছর। তারা ছিনতাইকারী। শনিবার সন্ধ্যার সময় মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারীরা  শহরের কাউতলী এলাকার সজিবুর রহমান গাজি নামক এক ব্যক্তিকে ছোড়ার ভয় দেখিয়ে জিম্মি করে নিয়ে যায়। পরে পাশের একটি জেনারেটর রুমে নিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও  বিকাশে ১০ হাজার টাকা এনে ছিনিয়ে নেয়। এরপর সজিবুর রহমান গাজিকে ছেড়ে দেয়।

সজিবুর রহমান গাজি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সিসি টিভির ফুটেজের ভিত্তিতে ছয়জনকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে। এ ছাড়া ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Read Entire Article