ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

3 hours ago 5

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত ৪-৫ দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে বিতর্কের জেরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গোষ্ঠীর আক্তারকে চড় মারে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। এতে সমাধান না আসায় রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

তারা আরও জানায়, সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া পাল্টাধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সংঘর্ষের সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচলও তিন ঘণ্টা বন্ধ থাকে।

সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথবাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরও বলেন, সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article