ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

3 months ago 46

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে ডাউন লাইনে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী লাইনে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ছোটহরণ এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। মেরামত করার আগ পর্যন্ত ডাউনে লাইনে ট্রেন চলাচল করবে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

Read Entire Article