ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল ও রজনীগন্ধা এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি.- এর যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে দরিদ্র ও অসহায়দের মাঝে ডায়াবেটিকস পরীক্ষা, ৫০০ পিস কম্বল, ৩টি সেলাই মেশিন, ৩টি হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ৮৫০টি স্কুল বেগ, শিক্ষা উপকরণসহ খাবার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে শহরের রামকানাই হাই একাডেমী ও নির্ঝর শিশু শিক্ষালয় প্রাঙ্গণে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের প্রেসিডেন্ট পরিমল বন্ধু বসাক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গর্ভনর ব্রাহ্মণবাড়িয়ার লায়ন মো: হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন বিচারক ড. মো. বশির উল্লাহ, লায়ন শংকর কুমার রায় মনা ও লায়ন মোহসিন ইমাম চৌধুরী প্রমুখ।
এতে স্বাগত ভাষণ দেন ব্রাহ্মণবাড়িয়ার লায়ন অঞ্জন মল্লিক এফ সি এ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লায়ন্সের আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়ায় LCIF Area Leader লায়ন রেজাউল হক ঝুনু।