ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ৪৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়িগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উন্নত মানের ৩২৯ পিস ভারতীয় শাড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ কালবেলাকে বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটক করতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অভিযান চলমান থাকবে।