ব্রিজ দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ, অতঃপর...

2 months ago 32

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাবনার চাটমোহরে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের পর চাটমোহর রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত সিঙের জোলার ব্রিজের উপর দিয়ে অজ্ঞাত ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ব্রিজের নিচের পানিতে পরে যায়। অজ্ঞাত ব্যক্তি খালের স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় কৃষকেরা উদ্ধার করে তাকে তীরে আনার পর মৃত্যু হয়।

চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার দাস জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ট্রেনের ধাক্কায় নিহত হওয়ায় বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

Read Entire Article