ইউরোপা লিগে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের শেষ মুহূর্তের নাটকীয় এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে লিগের গ্রুপ পর্বে রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রুবেন এনোরিমের দল।
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে ম্যানইউ। ২৪ মিনিটে মাত্তিয়াস ডি লিট কর্নার থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন। তবে লেনি ইয়োরোর রেঞ্জার্স ডিফেন্ডার ডেভি প্রপারকে ফাউল করার কারণে গোলটি বাতিল করা হয়।
রেঞ্জার্সও হুমকি তৈরি করেছিল এবং হামজা ইগামানের দূরপাল্লার একটি শট ইউনাইটেড গোলরক্ষক অলতাই বায়িন্দির অসাধারণ সেভে রক্ষা পান।
দ্বিতীয়ার্ধের শুরুতে রেঞ্জার্স গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নার বল ভুলভাবে ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল পাঠিয়ে দেন, ফলে ইউনাইটেড লিড নেয়।
ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট রেঞ্জার্সের বদলি খেলোয়াড় সিরিল ডেসারস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে অতিরিক্ত সময়ে ব্রুনো ফার্নান্দেসের অসাধারণ গোল ইউনাইটেডকে জয় এনে দেয়।
এই জয়ের মাধ্যমে ইউনাইটেড টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে, ১৫ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ ১৬-এ সরাসরি যোগ্যতা অর্জনের পথে রয়েছে।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সংগ্রামের মাঝেও এটি ইউরোপা লিগে তাদের টানা চতুর্থ জয়, সাবেক ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডে বসে এই জয় উদযাপন করেন।
এমএমআর/জিকেএস