‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি তুফান গ্রেফতার

1 month ago 28

রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত অন্যতম আসামি ইরফান হোসেন তুফানকে (১৯) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত সোমবার (২০ জানুয়ারি) এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্লেড বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ে মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি-মিরপুর বিভাগ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি মুরাদকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে এজাহারভুক্ত অন্যতম আসামি ইরফান হোসেন তুফানকে গ্রেফতার করা হয়।

টিটি/ইএ/জেআইএম

Read Entire Article