বড় দুঃসংবাদ বার্সেলোনা সমর্থকদের জন্য
লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে চলতি মৌসুম শুরু করেছে বার্সেলোনা। তবে শুরুর দিকেই বড় ধাক্কা খেল ক্লাবটি। বার্সেলোনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ এই যে, চোটের কারণে ন্যূনতম ৪-৫ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার পাবলো গাভি।
জানা গেছে, চোট থেকে সেরে উঠতে গাভিকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। এবারই প্রথম নয়, এর আগেও ইনজুরির কারণে ১১ মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল এই মিডফিল্ডারকে।
এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ‘হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে মূল দলের খেলোয়াড় পাবলো গাভিকে হাঁটুর সংযোগস্থলে সার্জারি করাতে হবে, যা তার হাঁটুর অবস্থা আগের রূপে ফেরাতে জরুরি। চোট পুনর্বাসনে ৪-৫ মাসের মতো লাগতে পারে।’
চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে দুটি ম্যাচ খেলেন এই স্প্যানিশ তারকা। এসিএল চোট কাটিয়ে আগের মৌসুমে বার্সাকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রাখেন গাভি।
চোটের কারণে এবারের মৌসুমের শেষদিকে ছাড়া গাভিকে পাচ্ছে না কাতালানরা। একই কারণে জাতীয় দলের জার্সিতে অক্টোবরের জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হবে না গাভীর। লা লিগার চ্যাম্পিয়নরা ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে রয়েছে।